1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন

শিশুর চোখের সাধারণ সমস্যারও গুরুত্ব দিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

শিশুরা যে কোনো রোগে খুব দ্রুত আক্রান্ত হয়ে পড়ে। আক্রান্ত হতে পারে চোখের অসুখেও। তবে এ রোগগুলো খুব সহজেই সেরে যায়। শিশুর চোখে কোনো সমস্যা দেখা দিলে প্রথম ৬ মাসে নিয়মিত চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া ভালো। শিশুর চোখ যেসব রোগে সাধারণত আক্রান্ত হয় তা হলো-

কনজাংটিভাইটিস : এটি শিশুদের চোখের সাধারণ রোগগুলোর মধ্যে অন্যতম। এটি ‘পিঙ্ক আই’ নামেও পরিচিত। খুবই বিরক্তিকর সমস্যা এটি। কারণ এ ক্ষেত্রে চোখের রঙ লাল হয়ে যায় এবং চোখ চুলকায়। এ ছাড়া চোখ দিয়ে ক্রমাগত পানি ঝরতে থাকে। চোখ থেকে হলুদ-সবুজাভ পদার্থ বের হতে থাকে। চোখের বাইরে কনজাংটিভায় জ্বালাপোড়া ও ফোলা ফোলা ভাবের জন্য এ সমস্যাগুলো দেখা দেয়। এ জন্য দায়ী করা হয় ব্যাক্টেরিয়া বা ভাইরাসকে। এটি ছোঁয়াচে। প্রতিকারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়।

অঞ্জলি : অঞ্জলি হলে চোখের পাতায় গুটির মতো দানা ওঠে। চোখের ঘর্মগ্রন্থি সংক্রমিত হলে এ সমস্যা হয়। এ রোগে শিশু থেকে বয়স্কÑ যে কেউ আক্রান্ত হতে পারে। স্টেফাইলো কক্কাস অরিয়াস নামে ব্যাক্টেরিয়া এ রোগের জন্য দায়ী। এটা সাধারণত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে শিশুকে উষ্ণ গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে চোখ মুছে দেওয়া যেতে পারে।

চোখের অশ্রুগ্রন্থি বন্ধ হয়ে যাওয়া : অশ্রুগ্রন্থি চোখের জন্য খুবই গুরত্বপূর্ণ। কারণ চোখের পানি চোখ পরিষ্কার রাখে। কিছু শিশু এ গ্রন্থি বদ্ধ অবস্থা নিয়ে জন্ম দেয়। এটি মোটেও ভালো নয়। কারণ এ থেকে চোখের যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। চোখ সামান্য গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে মেসেজ করলে অশ্রুগ্রন্থিগুলো সক্রিয় থাকে ও চোখ পরিষ্কার করে নিজ থেকেই। যদি ১ বছর বয়সেও শিশুর এ সমস্যা থেকেই যায়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিকল্প নেই।

চঃড়ংরং : অনেক সময় দেখা যায়, শিশুর চোখের পাতা ঠিকভাবে খুলছে না। এর নাম চঃড়ংরং. এ ছাড়া অনেক ক্ষেত্রে চোখের মনি সঠিক অবস্থান অর্থাৎ মাঝখানে না থেকে একপাশে থাকে। ফলে চোখ টেরা হয়ে যায়। এর নাম ঝঃৎধনরংসঁং, যা শিশুর ৪ মাস বয়স পর্যন্ত দেখা যেতে পারে। বেশি দীর্ঘ হলে চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

দৃষ্টিশক্তির সমস্যা : ৬ থেকে ৮ সপ্তাহ বয়সী শিশুরা যে কোনো ব্যক্তি বা বস্তু দেখতে পায় খুব ভালোভাবে। কিন্তু এর ব্যতিক্রম হলেই বুঝতে হবে, তার চোখে দেখতে সমস্যা হচ্ছে। সাধারণত এ সমস্যা ৩ মাস বয়সের মধ্যে কেটে যায়। শিশুর চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে যায়। তবে যদি এ সময়ের পরও সমস্যা থেকে যায়, তবে চোখের ডাক্তারের কাছে শিশুকে নিয়ে যেতে হবে।

লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন

সাবেক বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com