1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

শিরোপা জিতে কত টাকা পেল বরিশাল, অন্যরা কত জিতল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

চিটাগং কিংসকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতল ফরচুন বরিশাল। ফাইনালের মঞ্চে ৩ উইকেটের জয় পান তামিম ইকবালরা। তবে ২০১৩ সালে ফাইনাল খেলা চিটাগং কিংসের আরও একবার হৃদয় ভাঙে।

গতকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল চিটাগং। জবাব দিতে নেমে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল। বিপিএলের ফাইনালে এত রান তাড়া করে জয়ের ঘটনা এবারই প্রথম।

বিপিএলের সমাপনী দিনে সব মিলিয়ে ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হলো। যা গত আসরের চেয়ে যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি।

নিচে দেখে নেওয়া যাক কারা পেলেন কোন পুরস্কার:

চ্যাম্পিয়ন– চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল পেল আড়াই কোটি টাকার অর্থ পুরস্কার।

রানার্সআপ – চিটাগং কিংস রানার্স-আপ হয়ে পেল দেড় কোটি টাকা।

তৃতীয় দল – দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হেরে ফাইনালের আগে ছিটকে যাওয়া খুলনা টাইগার্স পেল ৬০ লাখ টাকা।

চতুর্থ দল – রংপুর রাইডার্স চতুর্থ সেরা দল হিসেবে পেয়েছে ৪০ লাখ টাকা।

ম্যান অব দা ফাইনাল – বড় লক্ষ্যে ঝড়ো ফিফটি করে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তামিম ইকবাল। ট্রফির সঙ্গে তিনি পেলেন ৫ লাখ টাকা।

ম্যান অব দা টুর্নামেন্ট – ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে ১৩ উইকেট নিয়ে বিপিএলের এবারের আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি পেলেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার।

ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট – প্রথম পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে পুরো আসরেই চমৎকার ছিলেন তানজিদ হাসান। ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করে তিনিই জিতেছেন বিপিএলের প্রথম ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার। ট্রফির সঙ্গে তার প্রাপ্তি ৩ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা ব্যাটার– আসরজুড়ে চমৎকার ব্যাটিংয়ে এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে ৫১১ রান করা মোহাম্মদ নাঈম শেখ জিতলেন সেরা ব্যাটসম্যানের পুরস্কার। ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেলেন তিনি।

টুর্নামেন্টের সেরা বোলার – রেকর্ড গড়া আসরে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে এবার সেরা বোলারের পুরস্কার জিতলেন তাসকিন আহমেদ। নাঈমের মতো তিনিও পেলেন ৫ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com