লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
‘এটারনিটি সি’ সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণ ও তাতে আগুন লাগার দৃশ্য দেখা যায়।
হুথিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন অভিযোগ করেছে, হুথিরা জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের নিরাপদে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।
ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানায়, জাহাজের ২২ সদস্যের ক্রু ও তিন সদস্যের নিরাপত্তা দলের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সূত্র: আল-জাজিরা
Leave a Reply