ইতিহাস গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবার কিউই বধের হাতছানি টাইগারদের। প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় তুলে ইতোমধ্যেই সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকেরা। সুখস্মৃতিটা আরো গভীর করতে মরিয়া দল। এবার লক্ষ্য সিরিজ জয়।
বুধবার মিরপুরে সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটি জয় তো বটেই, ড্র হলেও সিরিজ জিতবে টাইগার বাহিনী। অন্যদিকে কিউইদের সামনে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।
এই ম্যাচেও টস ভাগ্য সায় দিয়েছে বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের। একাদশে নেই কোনো পরিবর্তন। সিলেট টেস্টের একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
কিউইদের একাদশে আছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে মিচেল স্যান্টনার।
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত দিপু, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাইম হাসান ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ :
কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, হ্যানরি নিকোলস, টম লাথাম, ডেরিয়েল মিচেল, টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, এজাজ প্যাটেল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস।
Leave a Reply