বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। দলটিকে নিষিদ্ধের দাবিতে করা আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এবার তিনি বলেছেন, ‘লীগ ধর, জেলে ভর’।
আজ রবিবার ভোরে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন হাসনাত।
হাসনাত তার পোস্টে লেখেন, ‘লীগ ধর, জেলে ভর’।
এর আগে শনিবার রাতে আন্দোলনকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে ঘোষণাপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণে রাখার আহ্বানও জানান হাসনাত।
শনিবার মধ্যরাতে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামীকাল সরকারি বন্ধ। আমাদেরকে বলা হয়েছে সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব। আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান। তবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণে রাখতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।’
Leave a Reply