1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

নিজের কোম্পানির রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

নিজের কোম্পানির তৈরি রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন। ভার্জিন গ্যালাকটিকের তৈরি ইউনিটি রকেটে করে তিনি রোববারই মহাকাশে যাচ্ছেন। তাতে অন্যান্য ক্রুদের সাথে তিনি সহযাত্রী হিসেবে যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমি থেকে শুরু হবে এর ফ্লাইটের। এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার উঁচুতে উঠবে। পুরো ফ্লাইটে সময় লাগবে দেড় ঘন্টা। এ খবর দিয়েছে বিবিসি।

এ ফ্লাইটের মধ্য দিয়ে মহাকাশ ভ্রমণে নতুন অধ্যায়ের শুরু হবে বলে দাবি করেছেন রিচার্ড ব্রানসন।

তারসঙ্গে যেতে হলে টিকিট প্রতি দিতে হবে আড়াই লাখ ডলার করে। তার মতোই আরেকজন বিলিওনিয়ার অ্যামাজনের মালিক জেফ বেজোসও শীগগিরই তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে যাচ্ছেন।

২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন রিচার্ড। কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে। কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্ফোরণের পর উদ্যোগটি মাঝপথে থেমে যায়। এবার নিজেই যাচ্ছেন তার এই ফ্লাইটে। ছোট বেলা থেকেই মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন এই ধনকুবের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com