আর মাত্র নয় দিন। এরপরই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় আনন্দের দিন রমজানের ঈদ। প্রতি বছরই রোজার ঈদ উপলক্ষে দেশের প্রায় প্রতিটি শ্রেণির লোকজন নতুন জামা-কাপড়সহ নানা কিছু কিনে থাকেন। ভোক্তাদের আগ্রহের সাথে পাল্লা দিয়ে মার্কেট-শপিং মল খোলা রাখার সময় রাখা হয়। গত বছর দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে রোজার শেষ দিকে কয়েকদিনের জন্য মার্কেট-শপিং মল খোলা রাখা হয়েছিল। এ বছর রোজার প্রথম কয়েকদিন বন্ধ রাখা হলেও পরিস্থিতি বিচেনায় মার্কেট-শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত দেয় সরকার।
প্রথমে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট-শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত দিলেও পরে সেটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়। সম্প্রতি মার্কেট-শপিং মলের দোকান মালিকরা তাদের ব্যবসার সুবিধার জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা। কিন্তু সরকার সময় বাড়াবে না।
আজ বুধবার মন্ত্রিসভা পরিষদের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে সবাই নিজ নিজ কর্মস্থলে থাকবেন। এই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। কাল বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় গণপরিবহন চালু করা যাবে। এছাড়া আগের মতো ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, বিধিনিষেধ চলাকালীন দোকান ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ছে না। আগে মতোই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
Leave a Reply