কেন্দ্রিয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। ছেড়েছেন নেতৃত্বও। শুধুমাত্র ক্রিকেটার হিসাবে দলে জায়গা পাওয়ার ইচ্ছা ছিল তার। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে বল হাতে নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছিলেন। তারপরও ভবিষ্যত বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাশরাফিকে দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে যাকে ঘিরে এত আলোচনা সেই মাশরাফি বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন। সবকিছু পেশাদারি দৃষ্টিতেই দেখছেন।
তিনি বলেছেন, ‘এটা পেশাদার জগৎ। তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি পেশাদারীভাবেই নিচ্ছি এটাকে। আর কিছু বলার নেই। আগেও বলেছিলাম, জাতীয় দলে সুযোগ না পেলেও খেলা চালিয়ে যাব। এখনো সেটিই বলছি। আপাতত আর কিছু ভাবছি না।’
জাতীয় দলের হয়ে আপাতত খেলা হচ্ছে না। কবে বল হাতে মাশরাফিকে তাহলে দেখা যাবে। তার জন্য অপেক্ষা করতে হবে ঘরোয়া ক্রিকেট অবধি। ঢাকা প্রিমিয়ার লিগে আবার দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে।
Leave a Reply