টেস্ট সিরিজে হতাশাজনক পরাজয়। তবে এবার রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর মিশন। নতুন ফরম্যাটে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ।
আজ বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
প্রথম ওয়ানডেকে ঘিরে আলোচনা চলছে ওপেনিং জুটি নিয়ে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করবেন কে?
জানা গেছে, তামিমের সঙ্গে দেখা যেতে পারে ইমনকে। আর লিটন দাসের অবস্থান হতে পারে মিডল অর্ডারে, যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যাট করতে পারেন তার সঙ্গী হিসেবে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ জানিয়েছেন, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে আসতে হতে পারে তাকেও। এছাড়া অসুস্থতার কারণে লেগ স্পিনার রিশাদ হোসেন অনুশীলনে অংশ নেননি। ফলে তার পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
প্রথম ওয়ানডে ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাসকিনের প্রত্যাবর্তন পেস আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। যার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে লংকানদের জয় ৪৩টিতে। বাকি ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজ হিসেবেও আধিপত্য লংকানদের-মোট ১০টি দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলংকা জিতেছে ৬টিতে, বাংলাদেশ মাত্র ২টিতে (২০২১ ও ২০২৪ সালে), আর বাকি দুটি ড্র হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ ৫টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩টিতে, বাকি ২টি জিতেছে শ্রীলংকা।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
Leave a Reply