1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :

পেলের রেকর্ড ভাঙলেন ‘অপ্রতিরোধ্য’ মেসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের রেকর্ড ভেঙে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন তার দখলে।

স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে গতকাল মঙ্গলবার রাতের ম্যাচে ০-৩ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। তার দুর্দান্ত পারফরম্যান্সে দলও দুলেছে আনন্দের দোলে।

বার্সেলোনার হয়ে ম্যাচের তিন নম্বর গোল করেন মেসি। প্রথম দুটি গোলের ভাগিদারও তিনি। গোলের সুচনা করেন ক্লেমোঁ লংলে, দ্বিতীয়টি আসে মার্টিন ব্রাথওয়েটের পর থেকে।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি। বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে।

ম্যাচটিতে জয় নিয়ে ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সোসিয়েদাদ। চার নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬, তারা খেলেছে ১৫ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com