1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ মে ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

যে কারণে রাজনীতি ছাড়লেন হিরো আলম

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫

রাজনীতিতে আর কখনোই কামব্যাক করবেন না বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বলেছেন,‘আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না।’

গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, ‘আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি, যার মধ্যে দুবার পাসও করেছিলাম। তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না।’

কারণ জানিয়ে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন সে দেশের জনগণের জন্য যদি আপনি পাঁচটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখন আপনাকে ছাড় দেওয়া হয় না।’

তিনি বলেন, ‘আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মার এবং ধিক্কার।’

এ সময় নানা প্রশ্ন রেখে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমি হিরো আলম কী পেয়েছি? কার জন্য করব? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে, যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাব, কিন্তু এ দেশে কোনো পরিবর্তন নেই।’

তিনি আরও বলেন, ‘একদল গেছে, আরেক দল আসছে। এক কথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য কিছু করতে পারব না। জনগণের আস্থা নিয়ে আমি যদি জনগণের জন্য কিছু না করতে পারি সে দেশে রাজনীতি করে কী করব। এখন যে পরিস্থিতি ভালো কিছু করতে পারব না। দেশের জন্য যদি ভালো কিছু করতে না পারি তাহলে জনগণের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াব।’

হিরো আলম বলেন, ‘আমি ভাই মিডিয়ার লোক, মিডিয়াতেই থাকতে চাই। সামনে কাজ করতে চাই অনেক। খুব শিগগিরই ১০ জন মডেল নিয়ে আসব মিডিয়াতে। এরই মধ্যে পাঁচজনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।’

এ সময় স্বপ্ন জেন্টস পার্লারের স্বত্বাধিকারী স্বপন মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com