বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশের শান্তি আসবে না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না। যতদিন চরিত্রবান, আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক লোক চেয়ারে বসবে না ততদিন পর্যন্ত এ দেশে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটবে না। তিনি আরও বলেন, ‘দেশে যে পরিবেশ আছে, তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আমরা মনে করি স্থানীয় নির্বাচন আগে করে দেখা উচিৎ। যদি দেখি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে মনে করব জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’
বুধবার (০৯ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। আর সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি দাওয়া সংসদে পেস করতে পারবে। রাস্তায় হরতাল করতে হবে না।
এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply