আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই ও আগস্ট মাসের বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। এরপর সাড়ে ৯টার সময় মিছিলসহ রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক গণমাধ্যমকে জানান, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে না সরার কথা জানান তারা।
এ বিষয়ে কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকের জানান, বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।
এদিকে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
Leave a Reply