1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি: ফয়জুল করীম ‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা হাসিনার গুলির নির্দেশ: ফাঁস হওয়া অডিও যাচাইয়ের পদ্ধতি প্রকাশ করল বিবিসি লোহিত সাগরে হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি আজ বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা, সংখ্যা ১ কোটি ১৩ লাখ মিথ্যা তথ্যের জালে নতুন প্রজন্ম! ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দুরন্ত জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে একতরফা জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া৷ এবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল প্রোটিয়ারা৷

রোববার দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে প্রোটিয়ারা৷ হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি’কক৷ জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি৷ ব্যর্থ হয় ডেভিড ওয়ার্নারের ব্যক্তিগত অর্ধশতরান৷ ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা৷

প্রোটিয়াদের হয়ে ক্যাপ্টেন ডি’কক সর্বোচ্চ ৭০ রান করেন৷ ৪৭ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন৷ ভ্যান ডার দাসেন করেন ২৬ বলে ৩৭ রান৷ এছাড়া হেনড্রিক্স ১৪, ডু’প্লেসি ১৫ ও মিলার ১১ রানের যোগদান রাখেন৷ কেন রিচার্ডসন ২টি উইকেট দখল করেন৷ ১টি করে উইকেট নিয়েছেন কামিন্স ও জাম্পা৷

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার৷ ৫৬ বলের সতর্ক ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন৷ স্মিথ ২৯, ফিঞ্চ ১৪ ও ক্যারি ১৪ রান করে আউট হন৷ ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিদি৷ ১টি করে উইকেট রাবাদা, নর্ৎজে ও প্রিটোরিয়াসের৷ ম্যাচের সেরা হয়েছেন কুইন্টন ডি’কক৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com