যুক্তরাষ্ট্রের আইনসভা ভবনে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় পদত্যাগ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম। হামলার পর গতকাল বুধবার সন্ধ্যায় গ্রিশাম পদত্যাগ করেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ট্রাম্প প্রশাসনে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করা ব্যক্তিদের একজন স্টেফানি গ্রিশাম। ২০১৫ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় প্রেস র্যাং লারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। হোয়াইট হাউজে সিন স্পাইসার-এর অধীনে প্রথম তিনি ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পান। ২০১৭ সালে তাকে হোয়াইট হাউজের ইস্ট উইংয়ে নিয়ে যান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসের আরও দুজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলেও সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন হোয়াইট হাউস কর্মকর্তা। তারা হলেন- হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি আনা ক্রিস্টিনা ও হোয়াইট হাউসের প্রেস সহযোগী সারাহ ম্যাথিউস।
ক্রিস্টিনা গণমাধ্যমে কোনো মন্তব্য না করলেও সারাহ বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে গর্বিত হয়েছি। কিন্তু নিজের চোখে যা দেখলাম তাতে আমি খুবই মর্মাহত।’ তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন।
স্টেফানি গ্রিশাম এক বার্তায় সিএনএন’কে বলেছেন, ‘হোয়াইট হাউস থেকে দেশের জন্যে কাজ করা খুবই সম্মানের। আমি ফার্স্ট লেডি ও এই প্রশাসনের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।’ তার পদত্যাগের বিষয়ে ফার্স্ট লেডির অফিস থেকে সিএনএন’র কাছে কোনো মন্তব্য করা হয়নি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই কারফিউ শুরু হয়েছে, চলবে সকাল ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত)। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার পর ডিস্ট্রিক অব কলাম্বিয়ার (ডিসি) মেয়র মুরিল বসের এই কারফিউ জারি করেন।
এদিকে কারফিউ চলাকালেই হাউস অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের কারণে স্থগিত হয়ে যাওয়া অধিবেশন আবারও শুরু করার ঘোষণা দিয়েছেন। তাণ্ডবের সময় পুলিশের গুলিতে আহত হওয়া এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সব মিলিয়ে এই হামলার ঘটনায় মোট মারা গেছেন চারজন।
Leave a Reply