পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে। যেখানে রাওয়ালপিণ্ডিতে শুক্রবার উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। তবে নিজেদের প্রথম ম্যাচের একাদশে বাংলাদেশের লেগ স্পিনারকে রিশাদ হোসেনকে রাখেনি লাহোর।
এর আগে টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে টানে লাহোর। ডায়মন্ড বিভাগে ছিলেন তিনি। এছাড়া গোল্ড বিভাগ থেকে নাহিদ রানাকে পেশাওয়ার জালমি ও লিটন কুমার দাসকে দলে যোগ করে করাচি কিংস।
রিশাদ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি খেলে ৩৮ উইকেট নিয়েছেন ১৯.৯৭ গড় ও ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে। ব্যাট হাতেও রয়েছে তার অবদান রাখার সামর্থ্য। এক ফিফটিতে ১৩৪.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ১৫৫ রান।
এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে রিশাদ মোট খেলেন ৬৪ ম্যাচ। ৬৩ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৮ করে রান দিয়ে। ২২ রান ৪ উইকেট তার সেরা বোলিং। ব্যাট হাতে ১৪৪.৬৬ গড়ে করেছেন ২৯৮ রান।
গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে যেতে পারেননি। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মাঝপথেই পিএসএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে একাদশ সুযোগ না পাওয়ায় বিপিএলের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য অপেক্ষা বাড়ল তার।
Leave a Reply