বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। তারা নির্বাচন দিতে চাইছে না। তারা বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সিংহাসনে বসে কিংস পার্টি করলে জনগণ মেনে নেবে না। তারা নির্বাচন বিলম্বের কারণে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার কুমিল্লা, চট্টগ্রাম দক্ষিণ, ময়মনসিংহ উত্তর, ঝালকাঠি, নরসিংদী, পঞ্চগড়সহ কয়েকটি জেলায় আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নেতারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে পর্যায়ক্রমে সব জেলায় এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করে কেন্দ্র। বিভিন্ন জেলায় সমাবেশের মধ্য দিয়ে গত ১২ ফেব্রুয়ারি এ কর্মসূচি শুরু হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদÑ
কুমিল্লা : কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ড. ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না। সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকায় প্রমাণ হচ্ছে বর্তমান সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে। তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে
না পারেন সে জন্য ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িটারি চেপে যথেষ্ট আরাম আয়েসেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে।
বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে আয়োজিত সমাবেশে উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম প্রমুখ।
ঝালকাঠি : ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে দেওয়া যাবে না। তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছে, অন্যদিকে আবার সারাদেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতেও তাদের হুশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমটিরি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিল প্রমুখ।
পঞ্চগড় : বিকালে পঞ্চগড় পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেনই। বিএনপির খেল এখনও দেখেননি। কয়েকটা জনসভা শুরু করেছি। ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপিকে রাস্তায় নামাইয়েন না। যদি একবার রাস্তায় নামান-ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই আপনাকে বিদায় করতে চাই।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।
রংপুর : বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের ফসল। দেশের মানুষ খুব দ্রুত নির্বাচন চায়। তাই নির্বাচনী রোডম্যাপ তৈরি করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি জানান। সমাবেশে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক প্রমুখ।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দায় উত্তর ময়মনসিংহ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের স?দস?্য অ?্যাডভোকেট ফজলুর রহমান বলেন, যে ছেলেরা বতর্মানে ক্ষমতায় আছে, তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে কর। সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিগত ৭ মাস ধরে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। অথচ নিরপেক্ষ নির্বাচন হলে দু-তৃতীয়াংশ মেজরিটি পাবে বিএনপি।
সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনজ্জামান রুকন প্রমুখ।
নরসিংদী : বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
চট্টগ্রামে বিএনপির সমাবেশ
আনোয়ারা (চট্টগ্রাম) : ৫ অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। গতকাল বিকালে চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, শেখ হাসিনা যেমন বলতেন আগে উন্নয়ন তারপর গণতন্ত্র; ঠিক এখন ষড়যন্ত্রকারীরা বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
জয়পুরহাট : জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ হারুন বলেন, ছয় মাস পর কেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গেলেন? সব আলামত নষ্টের দায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিতে হবে। তিনি রোজার মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফয়সাল আলীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply