1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

ডেভিড বিসলির সঙ্গে ফখরুল-খসরু-জায়মার সাক্ষাৎ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিনিধিরা। প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

গতকাল বুধবার রাতে বিএনপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে ডেভিড বিসলি সম্পর্কে লেখা হয়, গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

এতে আরও লেখা হয়, রোহিঙ্গা সংকটের সময় বাংলাদেশ সফর করেছিলেন গভর্নর ডেভিড বিসলি। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।

জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে ৫ ও ৬ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

এ বছরের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com