বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। ৬৭তম আসরে ৯৪টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। গতকাল রাতে (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল এই আসরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। গ্র্যামি মনোনয়নে রেকর্ড গড়েন বিয়ন্সে। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন তিনি। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। কিন্তু মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে যান কেনড্রিক লামার। তাতে অবশ্য বিয়ন্সের রেকর্ড আটকায়নি।
এবার ‘সেরা ল্যাটিন আমেরিকান অ্যালবাম’ শাখায় পুরস্কার পেয়েছেন শাকিরা। তার হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন। এরপর তার পাওয়া পুরস্কার অভিবাসীদের উৎসর্গ করেন শাকিরা।
অনেকেই জানেন, এ সময়ে আমেরিকার সবচেয়ে আলোচিত ইস্যু হলো ট্রাম্পের অভিবাসী আইন। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে শুরু হয়েছে এ তৎপরতা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দিন কয়েক আগে সোশ্যালে ভিডিও পোস্ট করেন সেলেনা গোমেজ। ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা যায় সেলেনাকে। এবার গ্র্যামির মঞ্চে শাকিরা বলেন, ‘আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।’
যারা পেলেন এবারের পুরস্কার
অ্যালবাম অব দ্য ইয়ার : কাউবয় কার্টার (বিয়ন্সে)
রেকর্ড অব দ্য ইয়ার : নট লাইক আস (কেন্ড্রিক লামার)
সং অব দ্য ইয়ার : নট লাইক আস (কেন্ড্রিক লামার)
বেস্ট পপ সলো পারফরম্যান্স : সাবরিনা কার্পেন্টার (এসপ্রেসো)
বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স : লেডি গাগা ও ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম : শর্ট অ্যান্ড সুইট (সাবরিনা কার্পেন্টার)
বেস্ট নিউ আর্টিস্ট : চ্যাপেল রোয়ান
বেস্ট ড্যান্স : জাস্টিস অ্যান্ড টেম ইমপালা (নেভেরেন্ডার)
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং : ফোন ডাচ (চার্লি এক্সসিএক্স)
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম : ব্রাট (চার্লি এক্সসিএক্স)
বেস্ট রক পারফরম্যান্স : দ্য বিটলস (নাউ অ্যান্ড দেন)
বেস্ট মেটাল পারফরম্যান্স : গোজিরা, মারিনা ভিত্তই, ভিক্টর লে মাসনে (মিয়া কুলপা)
বেস্ট রক সং : সেন্ট ভিনসেন্ট (ব্রোকেন ম্যান)
বেস্ট রক অ্যালবাম : দ্য রোলিং স্টোনস (হ্যাকনি ডায়মন্ডস)
বেস্ট র্যাপ পারফরম্যান্স : কেন্ড্রিক লামার (নট লাইক আস)
বেস্ট র্যাপ অ্যালবাম : অ্যালিগেটর বাইট নেভার হিল (দোয়েচি)
বেস্ট মেলডিক র্যাপ পারফরম্যান্স : র্যাপসোডি অ্যান্ড এরিকা বাদু (৩: এএম)
বেস্ট কান্ট্রি সং : ক্যাসি মাসগ্রেভস (আর্কিটেক্ট)
বেস্ট কান্ট্রি অ্যালবাম : কাউবয় কার্টার (বিয়ন্সে)
বেস্ট মিউজিক ভিডিও : নট লাইক আস (কেন্ড্রিক লামার)
বেস্ট মিউজিক ফিল্ম : আমেরিকান সিম্ফনি
Leave a Reply