1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকারী যুবক তৃণমূল বিএনপির

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে পিটিয়ে পুলিশে দেওয়া সেই প্রিন্স চৌধুরী (৪২) তৃণমূল বিএনপির নেতা।তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ (পাট) মার্কা নিয়ে নির্বাচন করেন।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। এ সময় তার কাছে থাকা বেশ কিছু লিফলেট জব্দ করে পুলিশ।

প্রিন্স চৌধুরী উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রিন্স চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com