পুলিশের নতুন পোশাকের রঙ নিয়ে প্রশ্ন উঠেছে। পোশাকের কাপড় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রসিকতা’ও শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবলরা পর্যন্ত রঙের সমালোচনা করছেন। তাতে অনেকটা অসন্তোষও দেখা দিয়েছে পুলিশে। পুলিশের পাশাপাশি র্যাব ও আনসারের পোশাক নিয়েও সমালোচনা হচ্ছে। পুলিশ সদর দপ্তর কাপড়ের রঙ পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন মহলের চাপে রয়েছে অনেকটাই। এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা দফায় দফায় বৈঠক করছেন। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা দেশে আসার পর বিষয়টি নিয়ে বৈঠক করার কথা রয়েছে পুলিশের।
জানা গেছে, পুলিশের পোশাক পরিবর্তিত হলেও এ বাবদ কোনো অর্থ খরচ হবে না। কারণ আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই তিন সেট প্যান্ট ও শার্ট এবং অনুষঙ্গিক জিনিসপত্র পেয়ে থাকেন। চলতি অর্থবছরে পোশাকের পেছনে অর্থ বরাদ্দ করা আছে। ওই বরাদ্দ দিয়েই নতুন পোশাক কেনা যাবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
কর্মকর্তারা বলেছেন, পুলিশের জন্য নতুন পোশাকের কালারটি একদম বাজে। পরিবর্তিত রঙের পোশাক পরলে শুধু পুলিশ নয়, র্যাব ও আনসারের আরও বদনাম হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে পোশাক আছে, তা পুুলিশের নতুন পোশাকের রঙের প্রায় কাছাকাছি। সমালোচনা ওঠায় আইজিপিসহ ঊর্ধ্বতনরা দফায় দফায় বৈঠক করছেন। আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তার সঙ্গেও আমাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। পুলিশ, র্যাব ও আনসারের ২ লাখ ৬৩ হাজার ৬৩৯ জন সদস্যের নতুন পোশাক পাওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক দুভাবে নির্ধারণ করা হয়, দেশের আর্থসামাজিক অবস্থা ও আবহাওয়ার ওপর ভিত্তি করে। শীতপ্রধান দেশগুলোর পুলিশের পোশাকের রঙ হয় কালো। সেসব দেশে তাপমাত্রা ধরে রাখার একটা বিষয় থাকে পোশাকে। গরম বা নাতিশীতোষ্ণ দেশগুলোতে পুলিশের পোশাক সাদা, খয়েরি বা হালকা রঙের হয়ে থাকে। এ রঙগুলো কম তাপ শোষণ করে। বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে পোশাকের রঙ খাকি হওয়ার কারণ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। কারণ এ রঙটি সূর্যের তাপ প্রতিফলিত করে গরম থেকে রক্ষা করে। উষ্ণ আবহাওয়ার কারণেই তারা হাফপ্যান্ট পরত। পুলিশের পোশাকের সে রঙ অনেক আগেই বদলে গেছে।
সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের চরিত্রও পাল্টে যাচ্ছে। শিক্ষার্থী ও সাধারণ লোকজন পুলিশের গুলিতে নিহত হওয়ায় বেকায়দায় পড়েছে অপরাধ নিয়ন্ত্রণকারী শীর্ষ বাহিনীটি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর পুলিশে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত ব্যাপক রদবদল করা হয়। গঠিত হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিভিন্ন মহল থেকে পুলিশের পোশাক, মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকার ছাপ পরিবর্তন করার দাবি উঠেছে। সংস্কার কমিশনও এসব পরিবর্তনের সুপারিশ করেছে। পুলিশ সদর দপ্তরও চাচ্ছে পোশাক পরিবর্তন করতে। এজন্য একটি কমিটি করা হয়। আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত সবাই একই ধরনের পোশাক ও ক্যাপ থেকে নৌকার ব্যাজ পরিবর্তন করার কথা বলেছে। সরকারের শীর্ষপর্যায়ের সবুজ সংকেত মেলার পর পোশাকের রঙ চূড়ান্ত করা হয়।
জানা গেছে, পুলিশের পোশাকের নির্ধারিত রঙ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। তারা বলছে, গত ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশের পোশাকের জন্য লোহার রঙ (আয়রন কালার) নির্ধারণ করা হয়েছে। এ রঙ বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই নয়। এ রঙের পোশাকে ময়লা বেশি জমে। কোনো পর্যায়ের পুলিশ সদস্যই এ রঙের পোশাককে ইতিবাচক হিসেবে নেননি। আর র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আনসারের পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের। পুলিশ সদস্যের মানসিকতা ও কার্যকলাপের পরিবর্তন না হলে পোশাকের রঙ বদলে কোনো লাভ হবে না। আগেও অনেকবার পোশাকের পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি।
নাম প্রকাশ না করে জেলার কয়েকজন পুলিশ সুপার দেশ রূপান্তরকে বলেন, পুলিশের একাধিক সদস্য বলছেন, পোশাকের রঙটি যাচ্ছেতাই। মেট্রোপলিটন পুলিশের পোশাক কী হবে, রেঞ্জের পোশাকের রঙ কী হবে, সদর দপ্তর, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পোশাক কী হবে তা নির্ধারিত হয়নি। সবমিলিয়ে একটা হ-য-ব-র-ল অবস্থা হওয়ার আশঙ্কা। পোশাক নিয়ে পুলিশে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। র্যাব ও আনসারের সদস্যরাও পোশাকের রঙ পছন্দ করেননি। পুলিশকে হেয় করা হয়েছে বলে আমরা মনে করছি। তারা বলেন, পুলিশের নতুন পোশাক আবহাওয়ার সঙ্গে মানাবেই না। গরমে এ রঙের পোশাক পরে টানা ১২ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়বে।
পুলিশ সূত্র জানায়, সাধারণত মহানগর ও জেলা পর্যায়ে দুই রঙের পোশাক দেওয়া হয়। পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়নে পোশাকের ভিন্নতাও রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) পোশাক সম্পূর্ণ ভিন্ন রঙের। ২০০৪ সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রঙের করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র্যাবের পোষাকের রঙ কালো এবং এপিবিএনের পোশাক খাকি, বেগুনি আর নীল রঙের। এসপিবিএনের পোশাকের জামার রঙ ধূসর। প্যান্টও ভিন্ন ভিন্ন রঙের করা হয়। বর্তমানে পুলিশ বাহিনীর সদস্যরা এসব রঙের পোশাক পরেই দায়িত্ব পালন করছেন। পুলিশের পোশাক বিভিন্ন রঙের হওয়ায় অপরাধীরাও এটি ব্যবহার করে ফায়দা লুটছে। পোশাকের কেনাকাটাতেও দুর্নীতির অভিযোগ আছে। চরিত্র না বদলালে পোশাক বদলে কোনো লাভ হবে না।
রাজনৈতিক পটপরিবর্তনের পরই ঢাকা মহানগর পুলিশসহ সারা দেশে পুলিশ সদস্যের জন্য একই রকমের পোশাক দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। পোশাকের হাতের অংশের রেঞ্জ, জেলা, ইউনিট ও মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম সংযুক্ত করা হবে। নৌকার ছবি থাকবে না কোনো স্থানে। এ নিয়ে পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন। এজন্য একজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) দায়িত্ব দেওয়া হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতি অর্থবছরে পুলিশের পোশাক কেনার জন্য প্রায় ৬০০ কোটি টাকার বাজেট থাকে। আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত দুই সেট হাফ ও এক সেট ফুল শার্ট ও প্যান্টসহ অন্য জিনিসপত্র পেয়ে থাকেন। র্যাবও একইভাবে পোশাক পায়। আনসার সদস্যরাও প্রতি বছর দুই সেট পোশাক পান। নতুন পোশাক দেওয়া হলেও চলতি অর্থবছরের টাকা দিয়েই সেসব কেনা যাবে। ঠিকাদার শুধু কাপড়ের রঙ পরিবর্তন করে নেবে। তবে নতুন পোশাক নিয়ে আমরা সমালোচনার মধ্যে পড়েছি। আশা করি, বিষয়টির দ্রুত সমাধান হবে।’
Leave a Reply