1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

গ্রেপ্তার হতে পারেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য দক্ষিণ কোরিয়ার সদ্য বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের আবেদন করেছে দেশটির কর্তৃপক্ষ।

আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিসংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার সমন জারি করা হয়। এই তিনবারই তিনি তদন্ত কমিটির কাছে হাজির হননি। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে গ্রেপ্তার করার আবেদন করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত দল এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউন। যে সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ার দেশটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে পড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com