দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চাইলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল।গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ভবিষ্যতে এমন কিছু আর করবেন না। তিনি বলেছেন, আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মঙ্গলবার হঠাৎ করেই দেশটিতে সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেখানকার পার্লামেন্ট এর বিরুদ্ধে ভোট দেওয়ায় সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন ইউন। এনিয়ে দেশটিতে এক প্রকার রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ইয়ুন বলেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি খুবই দুঃখিত।’
প্রেসিডেন্টের এই ভাষণের পর ক্ষমতাসীন দল পিপিপির নেতা হ্যান ডং হুন জানিয়েছেন, ইউনের এখন স্বাভাবিক দায়িত্বপালন করে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘তাকে আগাম পদত্যাগ করতেই হবে।’
Leave a Reply