দিনাজপুরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এটা জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সাথে যোগ দেয় ঘন কুয়াশা। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষি শ্রমিকরা। এদিকে দুপুরে একটু গরম ও রাতে তীব্র শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
Leave a Reply