গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
আজ বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া পোস্টে আখতার হোসেন বলেন, ‘গোপালগঞ্জে লীগের জঙ্গিরা আমাদের উপর হামলা করছে। গুলি করতেছে, বিস্ফোরণ করছে। সারাদেশে প্রতিরোধ গড়ে তুলুন।’
এনসিপির সমাবেশ ঘিরে আজ সকাল থেকেই গোপালগঞ্জের অবস্থা ছিল থমথমে। সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়ছাত্রলীগ ও আওয়ামী লীগ। ওই এলাকা পরিদর্শনে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা করা হয়।
নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহরা সমাবেশস্থলে আসার আগেই সেখানে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও পরে সমাবেশস্থলে এসে ভাষণ দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। রণক্ষেত্রে পরিণত হয় শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের এলাকা।
এই ঘটনায় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক মো.কামরুজ্জামান। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এরই মধ্যে উত্তরবঙ্গের দুই বিভাগ, খুলনা ও বরিশাল বিভাগে কর্মসূচি পালন করেছে তারা। আজ গোপালগঞ্জে গিয়ে হামলার শিকার হয় দলটি।
Leave a Reply