ভারতে বিমান সংস্থাগুলো গত ৬ দিনে প্রায় ৭০ বারের মতো বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বিমান পরিবহন খাতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিস্ফোরণের হুমকি বার্তা পেয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারলাইন্সের একাধিক ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিমান। গতকালও (শনিবার) প্রায় এক ডজন ইন্ডিগো বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি বার্তা এসেছে।
সামাজিক মাধ্যম এক্সেও হুমকি দেওয়া হয়েছে। এজন্য পুলিশ কোন কোন অ্যাকাউন্ট থেকে বিস্ফোরণের ভুয়ো হুমকি দিয়ে পোস্ট করা হচ্ছে, তা সম্পর্কিত সমস্ত তথ্য চেয়েছে প্ল্যাটফর্মটির কাছে।
এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার। আজ রবিবার বিমান সংস্থাগুলোর সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছে বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। ইতিমধ্যেই বিমান সংস্থাগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
Leave a Reply