ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির উপর হামলা করতে পারে ইসরাইল। রোববার (২০ অক্টোবর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কা প্রকাশ করেছে জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল রিস্কের প্রধান জিন-মার্ক রিকলি।
তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হামলার পর থেকে বিষয়টি হত্যাচেষ্টা হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। এর জন্য ইরানকে দায়ী করে আসছে দেশটি। সে হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি হতে পারে তাদের পরবর্তী টার্গেট।
এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, ইসরাইল এই অঞ্চলে ইরানের প্রক্সি ও সারোগেটদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে তারা কেবল হিজবুল্লাহর উপরে নয়, ইয়েমেনের হাউছিসহ অন্যদের উপরও হামলাকে প্রসারিত করছে।
ইসরাইলিরা ইঙ্গিত দিচ্ছে যে তারা হামাসের সাথে যা করেছে, হিজবুল্লাহর সাথেও তা-ই করবে। ইতোমধ্যে সেটা শুরুও করেছে। এরই ধারাবাহিকতায় তারা প্রক্সি ও সারোগেটদের প্রধানদেরকে টার্গেট করতে শুরু করেছে। একইসাথে নানা উপায়ে তাদেরকে নিরপেক্ষ করার চেষ্টা করছে।
সূত্র : আল জাজিরা
Leave a Reply