রাশিয়ার গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চলের সুদঝা শহর পুরোপুরি দখল করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরো জানান, ওই শহরে একটি সামরিক কমান্ডারের অফিসও স্থাপন করা হয়েছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল ৫,০০০।
সুদজা নগরীতে রুশ প্রাকৃতিক গ্যাসের একটি পরিমাপক স্টেশন রয়েছে। এখান থেকে ইউক্রেনের পাইপলাইনের মাধ্যমে রুশ গ্যাস যায় ইউরোপে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে।
এর আগে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ গ্লুশকভো অঞ্চল খালি করার নির্দেশ দেন। এটি সুদজা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ওই এলাকায় দ্বিতীয় সপ্তাহের মতো ইউক্রেনের অভিযান পরিচালনার প্রেক্ষাপটে এই নির্দেশ দেয়া হয়।
জনসাধারণকে তাদের বাসাবাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার অর্থ হলো, ইউক্রেনের বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কুরস্ক অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।
সূত্র : আল জাজিরা
Leave a Reply