শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার গ্রেপ্তারের পর একইদিন দিবাগত মধ্যরাতে তাদের রাজধানীর মিন্টু রোডের ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদের আটক করে কোস্টগার্ড। এরপর তারা পুলিশের হাতে তুলে দেয়া হয় তাদের। পরবর্তীকালে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তারে করা হয়েছে। রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply