1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ফেসবুকের কড়া সমালোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিলেন মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে তার সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইব্রাহিম। মেটা কর্তৃপক্ষকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলোর খবরে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জানায়, হানিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ তিনি নিহত হন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র হানিয়ার হামলার দায়স্বীকার করেনি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধসহ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকার কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই হামলায় জড়িত রয়েছে।

মালয়েশিয়া রাষ্ট্রীয়ভাবে সব সময়ই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুরু থেকেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করে আসছেন। ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে হামাস নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। সেই ফোনকলের একটি ভিডিও রেকর্ড তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পোস্টটি সরিয়ে ফেলে মেটা।

মেটার এই হস্তক্ষেপকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মেটাকে আমি পরিষ্কার করে এই বার্তাটি দিতে চাই যে: কাপুরুষতার এই প্রদর্শন বন্ধ করুন এবং নিপীড়ক ইহুদিবাদী ইসরায়েলি শাসনের হাতিয়ার হিসেবে কাজ করা বন্ধ করুন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com