কোটা সংস্কার আন্দোলন ঘিরে রংপুরে গুলিতে আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের তদন্তের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রসেসে হবে না। আমরা কোনো রুটিনে থাকব না। আমরা আন্তর্জাতিক তদন্ত করব, যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু (মূল্য) নাই। সব কিছু আমরা নতুন করে তদন্ত করব।’
আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ ছিল না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা আইন ও সংবিধানের মধ্যে কাজ করে। তবে গ্রাউন্ডে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভেঙেছে। আমরা সেটি তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনব।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আপনারা যে আবেগ নিয়ে রাস্তায় যাচ্ছেন, খেয়াল রাখবেন তৃতীয়পক্ষ সুযোগ যেন না নেয়। তারা সুযোগ নেওয়ার অপেক্ষায় আছে, যদি আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তার দায় কে নেবে?’
Leave a Reply