ফ্রান্সের রাজধানী প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটি থেকে গাজাপন্থী কয়েক ডজন শিক্ষার্থীকে সরিয়েছে পুলিশ। শুক্রবার এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা।
এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ যখন প্রবেশ করে তখনো প্রায় ৫০ জন শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে ছিল।’
২২ বছর বয়সী বাস্তিয়েন এএফপিকে বলেছেন, তাকে এবং অন্যান্য ১০ জন বিক্ষোভকারীকে অফিসাররা শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়েছেন।
স্নাতকোত্তরের আরেক শিক্ষার্থী লুকাস বলেন, ‘কিছু শিক্ষার্থীকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর কয়েকজনের মাথা বা কাঁধে ধরে বের করা হয়েছে।’
ফিলিস্তিনপন্থীদের প্রতিক্রিয়ায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনলাইন ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
কর্তৃপক্ষের মতে, প্রায় ৭০ থেকে ৮০ জন সেন্ট্রাল প্যারিস ভবন দখল করে ছিল।
ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের কার্যালয় বলেছে, এই ধরনের বিক্ষোভ ‘সর্বোচ্চ কঠোরভাবে’ মোকাবিলা করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৩টি অংশ খালি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন কমিটির শিক্ষার্থীরা এর আগে সাংবাদিকদের বলেছিলেন, তারা পুলিশের কাছ থেকে সামঞ্জস্যহীন প্রতিক্রিয়া পেয়েছেন। তাদেরকে ঘটনাস্থলে প্রবেশের আগেই বাধা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করা সাত শিক্ষার্থীকে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।
Leave a Reply