সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর একটি বাজারে গাড়ি বোমা হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। আজ রবিবার সকালে জনাকীর্ণ ওই বাজারে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। খবর বিবিসির।
তুরস্কের সীমান্তবর্তী আলেপ্পো প্রদেশের আজাজ শহরের সবচেয়ে বড় মার্কেটটি টার্গেট করেই গাড়িবোমা হামলা চালানো হয়। এলাকাটি কুর্দি অধ্যুষিত। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে সকাল থেকেই মার্কেটটিতে ভিড় করে ছিলেন স্থানীয় মানুষজন। তাছাড়া তুরস্কের সীমান্তবর্তী হওয়ায় পণ্য আনা নেওয়ার রুট হিসেবেও বাজারটি খুবই ব্যস্ত।
হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মার্কেটের বেশির ভাগ বোমা বিস্ফোরণের আগুনে পুড়ে গেছে। সামনে রাস্তায় লাশের সারি।
বোমার বিস্ফোরণে ও আগুন লেগে যাওয়ার পরপরই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে দ্রুত অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা ছুটে আসেন।
গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
আজাজ শহরটি মূলত তুরস্কপন্থী কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। মিলিশিয়া গোষ্ঠীটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছে।
মূলত ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই সিরিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে সরকারবিরোধী বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। এই যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে লাখ লাখ সিরিয়ান। বছরের পর বছর ধরে চলা যুদ্ধে নড়বড়ে হয়ে পড়েছে সিরিয়ার অর্থনৈতিক অবস্থা।
এরইমধ্যে সীমান্ত এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার রাতেই আলেপ্পো শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে।
Leave a Reply