ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে সোমালিয়ার জলদস্যুরা। ছিনতাই করা একটি জাহাজে অভিযান চালাতে গেলে সেখান থেকে তাদের গুলি ছোড়া হয়। গতকাল শুক্রবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছর ‘ইক্স-এমভি রুয়েন’ নামের মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। সেটিকেই তারা নানা জাহাজ ছিনতাইয়ের কাজে ব্যবহার করে থাকে। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের কাজেও ওই জাহাজটি ব্যবহার করা হয়েছে।
এই ‘এক্স-এমভি রুয়েন’ আটকাতে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। তারা একটি যুদ্ধজাহাজ দিয়ে ছিনতাইকৃত জাহাজটি আটকাতে সক্ষম হন। এরপর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার এমভি রুয়েনের কাছে যায়। তখন সেটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার ৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।
সূত্র : এনডিটিভি
Leave a Reply