ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা করতে সৌদি আরব সফরে গেছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জেলেনস্কি রিয়াদ পৌঁছান। টেলিগ্রামে তিনি লেখেন, বৈঠকে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনা, বন্দি ও জোর করে নিয়ে যাওয়া ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
জেলেনস্কির প্রত্যাশা, বিভিন্ন দেশের নেতাদের নিয়ে সুইজারল্যান্ডেও অনুরূপ একটি শান্তি সম্মেলন আয়োজন করা হবে। তিনি লেখেন, “সৌদি যুবরাজের সঙ্গে আলোচনার প্রথম বিষয় হবে শান্তির সূত্র, যা গত বছর জেদ্দায় এক বৈঠকে আলোচনা করা হয়েছিল। আমরা শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি। এ ব্যাপারে সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি।”
ইউক্রেনের পুনর্গঠনে সৌদি আরবের অংশগ্রহণসহ অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে সৌদি আরব। দুই বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব উভয় পক্ষের সঙ্গেই দৃঢ় সম্পর্ক বজায় রেখে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার প্রাক্কালে গত সোমবার রাশিয়ার পার্লামেন্ট স্টেট দুমার স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন সৌদি যুবরাজ।
Leave a Reply