1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

‘দস্তরবন্দী’র মাধ্যমে দিল্লি জামে মসজিদের নতুন শাহী ইমাম ঘোষণা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নতুন ইমাম পেল দিল্লির ঐতিহ্যবাহী জামে মসজিদ। মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত এই মসজিদের নতুন ইমাম নিযুক্ত হয়েছেন এখানকার নায়েব ইমাম সৈয়দ উসামা শাবান বুখারি।

রোববার শবে বরাতে এশার নামাজের পর দস্তরবন্দী বা মাথায় পাগড়ি পরিয়ে নতুন ইমামকে বরণ করে নেয়া হয়। এ সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, ইমাম, বন্ধুবান্ধব এবং পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।

নতুন ইমাম সৈয়দ উসামা শাবান বুখারি জামে মসজিদের বর্তমান শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির ছেলে।

নিয়ম অনুযায়ী, বংশপরম্পরায় দিল্লি জামে মসজিদের শাহী ইমাম জীবিত অবস্থায় উত্তরসূরি ঘোষণা করেন। সেই ঐতিহ্য মেনেই শবে বরাতের সন্ধ্যায় ছেলে সৈয়দ উসামা শাবান বুখারিকে উত্তরসূরি ঘোষণা করেন বর্তমান শাহী ইমাম। সেই হিসেবে সৈয়দ উসামা শাবান বুখারি হলেন মসজিদের চতুর্দশ শাহী ইমাম।

বর্তমান শাহী ইমাম আহমেদ বুখারি জানান, দিল্লির জামে মসজিদের একটি প্রথা ও ঐতিহ্য হলো- ইমাম তার জীবদ্দশায় তার ছেলেকে তার উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেন। দস্তরবন্দী অনুষ্ঠানে তার মাথায় পাগড়ি বেঁধে উত্তরাধিকারের আনুষ্ঠান সম্পন্ন করেন। তাই বহু পুরনো প্রথা অনুযায়ী তিনি তার ছেলে সৈয়দ উসামা শাবান বুখারিকে তার উত্তরসূরি নিয়োগ করলেন।

এদিনের অনুষ্ঠানে শবে বরাত নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিশেষ বার্তা দেন শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি বলেন, ‘এটি নামাজের রাত। এটি গুনাহ মাফের রাত। সকলের উচিত নীরবে দোয়া করা। তারপর প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়িতে যাওয়া।’

নতুন ইমাম উসামা শাবান অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতক হয়েছেন। ইসলামী ধর্মতত্ত্বে একজন আলিম ও ফাজিল। তিনি দিল্লির মাদরাসা জামিয়া আরাবিয়া শামসুল উলুম থেকে ইসলাম বিষয়ে অধ্যয়ন সম্পন্ন করেন। তিনি ২০১৪ সালে নায়েবে ইমাম নিযুক্ত হন।
দিল্লি জামে মসজিদের প্রথম শাহী ইমাম ছিলেন সৈয়দ আবদুল গফুর শাহ বুখারি। সম্রাট শাহজাহান তাকে নিয়োগ দিয়েছিলেন। বলা হয় যে সম্রাট নির্দেশ দিয়েছিলেন যে একই পরিবার থেকে বংশ পরম্পরায় ইমাম নিযুক্ত অব্যাহত থাকবে।

তবে উসামা শাবানকে উত্তরসূরি ঘোষণা করা হলেও আপাতত শাহী ইমামের দায়িত্ব পালন করবেন আহমেদ বুখারি। তিনি জানান, দস্তরবন্দী অনুষ্ঠানের পরও তিনি যথারীতি জামে মসজিদ দিল্লির ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তিনি অসুস্থ হয়ে যান বা শারীরিকভাবে অক্ষম হয়ে যান অথবা যদি তার মৃত্যু হয় সেক্ষেত্রে উসামা শাবান ইমামের দায়িত্ব পালন করবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com