ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ লোহিত সাগরে বুধবার দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার দুটিই বাণিজ্যিক জাহাজা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে এ কথা জানিয়েছে।
হাউছিরা তাদের বিরুদ্ধে বারবার মার্কিন ও ব্রিটিশ হামলা সত্ত্বেও তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার কথা জানানোর পর তথ্যটি পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু মিস করেছে এবং মার্কিন নৌবাহিনী বাকি দুটি গুলি করে ভূপাতিত করে।
ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন পতাকাবাহী, মালিকানাধীন এবং চালিত কন্টেইনার জাহাজ এমভি মারস্ক ডেট্রয়েটের দিকে নিক্ষেপ করা হয়েছিল, দ্বিতীয় কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়নি।
সেন্টকম আরো জানায়, জাহাজের কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
ব্রিটেনের নৌবাহিনীর পরিচালিত নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে,
তারা মোখার ইয়েমেনি বন্দর থেকে ৫০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজ থেকে আনুমানিক ১০০ মিটার দূরে একটি বিস্ফোরণের খবর পেয়েছে।
ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যামব্রে ইউকেএমটিও এবং মারস্ক এই তথ্যকে সমর্থন করেছে।
তারা আরো বলেছে, উভয় জাহাজই সর্বশেষ ওমানে কল করেছিল।
নভেম্বরের মাঝামাঝি থেকে হাউছিদের হামলায় লোহিত সাগরে বাণিজ্য ব্যাহত হয়েছে। এই নৌপথ ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক সামুদ্রিক যানবাহনের প্রায় ১২ শতাংশ এই পথে চলাচল করে।
হাউছিরা বলছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল-সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।
সূত্র : আরব নিউজ
Leave a Reply