বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কিন্তু প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আনোয়ার ইব্রাহিমের দলের সমর্থন পাননি তিনি।
বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক জোট করার চেষ্টা চালাচ্ছেন মাহাথির মোহাম্মদ। এ জন্য তিনি তার সাবেক জোটের দলগুলোর সমর্থন পাচ্ছেন। মাহাথির বিশ্বাস করেন বর্তমান সরকারকে ফেলে দিতে যথেষ্ট পার্লামেন্ট সদস্যের সমর্থন তার প্রতি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো বর্তমান সরকার পড়ে গেলে পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন।
গত কয়েক দিনের আলোচনায় এ বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি তারা। ডিএপি এবং আমানাহ দল মাহাথিরকে সমর্থন দিলেও আনোয়ার ইব্রাহিম এর দল গত শুক্রবার তা নাকচ করে দিয়েছে। ব্যাংকক পোস্ট
Leave a Reply