নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিনই। সারা দেশকে সংক্রমণের হার বিবেচানায় এনে জোনভিত্তিক ভাগ করে লকডাউন দেওয়া হয়েছে। এরমধ্যেও চলছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ সংসদ অধিবেশন। করোনা টেস্ট করার পরই সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন সদস্যরা।
বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে আজ শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আমরা সংসদ সদস্যদের আহ্বান করেছি। তারা সাড়া দিচ্ছেন। বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে যারা অংশ নেবেন, তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
সংসদ সচিবালয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কমপক্ষে ১৭০ জন সংসদ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জন আইনপ্রণেতার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার সুস্থ হয়ে উঠেছেন।
Leave a Reply