বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপে পরিণত হলে আগামী রোববারের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
২০ অক্টোবর, শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। রোববারের পর থেকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তবে লঘুচাপটির গতিবিধি, প্রভাব ও কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো.ওমর ফারুক বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিবিধি জানা যাবে। এটা এখনও স্পষ্ট না। এটা (লঘুচাপ) ভারতের দিকেও যেতে পারে, বাংলাদেশেও আসতে পারে।
Leave a Reply