ভূমি জানান, সাহসী দৃশ্যে অভিনয়ের সময় তার বিন্দুমাত্র অস্বস্তি হয়নি। তার ভাষ্য, ‘আমার দর্শকের ওপর বিশ্বাস আছে। আপনি যদি দৃশ্যটি ভালোভাবে দেখেন, তাহলে খোলামেলা কিছু দেখবেন না। আমি পুরোপুরি পোশাক পরিহিত ছিলাম। এখানেই নির্মাতার শৈল্পিক সত্তা ফুটে ওঠে।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সিনেমাতে নিজের চরিত্র এবং সাহসী দৃশ্যে নিয়ে ভূমি বলেন, ‘আমি বিশ্বাস করি, সিনেমায় সাহসী দৃশ্যটি খুব সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে। নির্মাতা আমাকে বলেছিল যে, ক্যামেরা শুধু আমার মুখের এক্সপ্রেশন ধারণ করবে।’ আরেকটু ব্যাখ্যা দিয়ে ভূমি বললেন, ‘আমার চরিত্রটি ভালোবাসা খুঁজছিল। ভালোবাসা খুঁজে না পাওয়া ও ভুল মানুষের সঙ্গ পাওয়ার জন্য নিজেকে দোষারোপ করছিল। সে নিজেকে অসম্পূর্ণ অনুভব করছিল। আমাদের (নারীদের) মধ্যে নিজেদের দোষারোপ করার প্রবণতা রয়েছে; কারণ আমরা মনে করি ছেলেদের চেয়ে আমাদের কিছু কম আছে।’
ভূমিকে সাধারণত ছোট শহরের সাদামাটা মেয়ের চরিত্রে দেখা যায়। এ ছবিতে তিনি সেই ধারা ভেঙে শহুরে আধুনিক মেয়ে হয়ে উঠেছেন। অভিনেত্রী জানান, ছবিটা করার অন্যতম কারণই এটা। ভূমি বলেন, ‘এখন আমি বুঝেছি, যখন আপনি কোনো শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেন, তখন মেয়েটি কোথা থেকে এসেছে, সেটা কোনো বিষয়ই নয়।’
নারীদের মধ্যকার বন্ধুত্ব, একক অনুভূতি, ভালোবাসা ও তৃপ্তি খোঁজার বিষয়গুলো উঠে এসেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায়। করণ বুলানি পরিচালিত সিনেরমার মূল চরিত্রে ভূমি ছাড়াও আছেন শেহনাজ গিল, কুশা কপিলা, ডলি সিং, শিবানী বেদি। ছবির প্রধান চরিত্রে নেই কোনো পুরুষ অভিনয়শিল্পী। এছাড়া অতিথি চরিত্রে রয়েছেন অনিল কাপুর। মুক্তির পর অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।
Leave a Reply