1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় জামিন পেলেন পুলিশ কর্মকর্তা সোহেল

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দীন প্রিন্স।

আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর ভারপ্রাপ্ত বিচারক সাবেরা সুলতানা খানম এ জামিনের আদেশ দেন।

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল উদ্দীন প্রিন্স।শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ২৩ নভেম্বর সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী বিসিএস কর্মকর্তা ওই নারী। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সেখানে আসামিকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। আদালত গত ২৫ জুলাই বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোহেল উদ্দিন প্রিন্স বর্তমানে বরখাস্ত আছেন। তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একজন সরকারী কর্মকর্তা। পরিচয়ের সুবাদে সোহেল উদ্দীনের সঙ্গে তার বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল উদ্দীন বাদীকে রমনা পুলিশ অফিসার্স মেসে আসতে বলে। সেখানে তার আত্মীয়-স্বজন উপস্থিত থেকে কাজীর মাধ্যমে বিবাহ হবে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা। বাদী ওইদিন সন্ধ্যা সাতটায় তার আত্মীয়-স্বজনসহ রমনা পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হয়ে সোহেল উদ্দীন ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করলে আসামি জানায়, কিছুক্ষণের মধ্যে সবাই এসে যাবে। বাদী সরল বিশ্বাসে আসামির সঙ্গে কথা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে সোহেল বাদীকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com