গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের রক্ষায় সুপ্রিম কোর্ট বারে সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) ১৮৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি ও সরকারবিরোধী রাজনৈতিক দলের আইনজীবীদের নিয়ে এই কমিটি করা হয়েছে।
সোমবার বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ইউএলএফ’র আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। এতে সুপ্রিম কোর্টের এডহক কমিটির সদস্য সচিব সিনিয়র আইনজীবী শাহ আহমেদ বাদলকে আহ্বায়ক করা হয়েছে। আর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী মোহাম্মদ আলী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের অ্যাডভোকেট রেজাউল করিম সরকারকে যুগ্মা আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া সদস্য করা হয়েছে- রেজাউল ইসলাম রিয়াজ, শরিফুল ইসলাম সজল, মঈনুদ্দিন ফারুকী, আজাদ, রাফিউল হাসান, আবদুল আওয়াল, আবদুল করিম, হাফিজুর রহমান, সুজাত মিয়া, সুলতান মোহাম্মদ আফ্রাদ, রুশো মোস্তফা, মাকসুদা আক্তার, আবু হানিফ, জাহাঙ্গীল কবীর, নাহিদ হোসেন (লিজা), নাহিদ সুলতানা, সাবিনা ইয়াসমিন লিপি, সরকার তাহমিনা সন্ধ্যা, সাহানারা বেগম, শেখ মোহাম্মদ আলীসহ ১৮২ জনকে সদস্য করা হয়েছে।
গত ১২ জুন আইনজীবীদের মর্যাদা রক্ষাসহ তিন দফা লক্ষ্য নিয়ে ‘ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) -এর আত্মপ্রকাশ করে। এতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও গণফোরাম নেতা সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এখন পর্যন্ত ঢাকা বার ও সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হলো। আরো বেশ কয়েকটি বারে কমিটি প্রস্তত করা হয়েছে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।
Leave a Reply