1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

‘নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না’

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুল বলেছে- আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। মির্জা ফখরুলের উদ্দেশে বলতে চাই- গুগলি তো করেছেন, কিন্তু বল তো ‘নো’। আর নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

আজ সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতির ভয়ঙ্কর এক বিষফোঁড়া বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন তারা হত্যা, সন্ত্রাস ও সহিংসতা চালাবে।
তিনি আরও বলেন, হত্যা খুনের মাস্টার মাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ৩রা নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান।

এরাই সব অপকর্ম আর অস্থিরতার জন্য দায়ী।

তিনি বলেন, এরা আবারও দেশের মাটিতে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। এরা নির্বাচন চায় না। এদের আসল উদ্দেশ্য- ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল। ষড়যন্ত্রের অলিগলি খোঁজে তারা। ষড়যন্ত্রের গলিপথ দিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত এখনো তারা করছে।

উল্লেখ্য, গত ৩১শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় মির্জা ফখরুল বলেছিলেন, ‘গুগলিতে ব্যাটসম্যান যেমন কিছু বুঝে ওঠার আগে বোল্ড আউট হয়ে যায়, বিএনপির দুই দিনের কর্মসূচিতে (২৮ ও ২৯ জুলাই) আওয়ামী লীগের অবস্থা একই হয়েছে। বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com