আগামীকাল ২২ জুলাই অনুষ্ঠিতব্য দেশ বাঁচাতে তারুণের সমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।
আজ শুক্রবার ১১টার দিকে এ প্রতিনিধি দল সমাবেশস্থল পরিদর্শনে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, এ প্রতিনিধি দলে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্যাহ আমান*, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু* স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী* এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ নেতারা।
এর আগে গতকাল রাতে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করতে যায় বিএনপির প্রতিনিধি দল। সেখান থেকে আলোচনা শেষে সাংবাদিকদের যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, আলোচনায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা বলেছি। তারা মৌখিকভাবে ঠিক আছে বলেছেন। উনারা আমাদের কাছে এপ্লিকেশন চেয়েছিলেন। আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি।
Leave a Reply