করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গে দিল্লি সরকার পশুদের চেয়েও খারাপ আচরণ করছে বলে অভিযোগ তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লিতে করোনা পরীক্ষা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সর্বোচ্চ আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, দেশটির রাজধানী নয়া দিল্লিতে করোনা রোগী বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে বলেন, ‘করোনা রোগীদের সঙ্গে পশুদের থেকেও খারাপ আচরণ করা হচ্ছে। একটি ক্ষেত্রে আবর্জনার স্তূপের মধ্যে একটি দেহ পাওয়া গিয়েছে।’
অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে প্রশ্ন করে দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ‘আপনাদের পরীক্ষা কেন ৭ হাজার থেকে কমে ৫ হাজার হয়ে গিয়েছে? চেন্নাই ও মুম্বাইয়ে যেখানে করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে যথাক্রমে ১৬ হাজার থেকে ১৭ হাজার হয়েছে?’
ভারতে রাজ্য অনুযায়ী করোনা আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দিল্লিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দিল্লির ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লির আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু।
আর সমগ্র ভারতে মোট ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে ৮ হাজার ৪৯৮ জন করোনায় মারা গেছে।
Leave a Reply