ইস্টবেঙ্গল ক্লাব এর অনুষ্ঠানে যোগ দিতে সালমান খান শুক্রবার কলকাতায় আসছেন গভীর রাতে। তার আগে এদিন সন্ধ্যায় জাকলিন ফারনান্ডেজ ও সোনাক্ষী সিনহা এসে ইস্টবেঙ্গল ক্লাব এর মঞ্চে অনুশীলন করলেন। অনুষ্ঠান সঞ্চালনায় আছেন মনীশ পল। প্রভু দেবার নাচও থাকছে অনুষ্ঠানে। সালমানের ছবির নামে দর্শক আসনের নামকরণ করা হয়েছে। দাবাং, এক থা টাইগার, কিসিকা ভাই কিসিকা জান ইত্যাদি। এর মধ্যে দাবাং জোন এর টিকিট এর দাম সর্বোচ্চ- ৪০ হাজার টাকা। ব্ল্যাক এ এই টিকিট বিক্রি হচ্ছে তিন লক্ষ টাকা দামেও।
সালমান শুক্রবার গভীর রাতে পৌঁছেও একবার স্টেজ এ অনুশীলন করবেন। শনিবার বেলা চারটেয় তিনি কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এ মমতা বন্দোপাধ্যায় এর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। কলকাতায় শো ঠিক হওয়ার পর সালমান মুখ্যমন্ত্রীর সময় প্রার্থনা করেছিলেন।
তবে, ঠিক কী বিষয়ে দুজনের আলোচনা হবে তা কেউ জানেনা।
সাক্ষাতের শেষে সালমান এবং মমতা যৌথ সাংবাদিক সম্মেলন ও করতে পারেন। কলকাতার গোটা অনুষ্ঠানের দায়িত্বে সালমানের ভাই সোহেল খানের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে শুক্রবার সন্ধ্যায় দেখা গেল সাজ সাজ রব। লাল হলুদ রঙের মঞ্চ বানানো হয়েছে। আলোর মালায় সেজেছে ক্লাব তাঁবু। চড়া মিউজিক এর সঙ্গে অনুশীলন করছেন জাকলিন এবং সোনাক্ষী। ব্যাস্ত সোহেল খান ছোটাছুটি করছেন। কলকাতায় সালমানের এই প্রথম স্টেজ শো। সেটি সফল করতে উদ্যোগের শেষ নেই।
Leave a Reply