সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম ২৩ দিন পর শুরু হয়েছে। অবকাশকালীন ও ঈদুল ফিতরসহ মোট ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হয়।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়েছে। ২৩ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত সর্বোচ্চ আদালত অঙ্গন।
গত ৭ এপ্রিল থেকে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সাথে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।
সূত্র : বাসস
Leave a Reply