যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন শহরে প্রচণ্ড টর্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। ঝড়ের ফলে অসংখ্যা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
টর্নেডোর আঘাতে আরকানসাসে মারা গেছে পাঁচজন, টেনেসিতে সাতজন, ইলিনয়সে চারজন, ইন্ডিয়ানায় তিনজন। এছাড়া আলাবামা ও মিসিসিপিতে একজন করে মারা গেছে।
আরকানসাসের এক অধিবাসী জানান, ভয়াবহ টর্নেডোতে তিনি হতবাক হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি এখানে বাস করছি ১৯৮৫ সাল থেকে। আমি পুরো এলাকা ভালোমতো চিনি। কিন্তু টর্নেডোর তাণ্ডবের পর কিছুই চেনা যাচ্ছে না।… একটি ভবনকে আমি তিন মাইল দূরে বিধ্বস্ত অবস্থায় দেখছি।’
সূত্র : আল জাজিরা ও বিবিসি
Leave a Reply