নেত্রকোণার কেন্দুয়ায় বৃহস্পতিবার করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রির অভিযোগে দুজনকে আটক করে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নজরুল ইসলাম রুবেল (২৭)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, বুধবার সারাদিন ও বৃহস্পতিবার সকাল থেকে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়েনে মাইকিং করে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করার প্রচার চালান রুবেল মিয়া। পরে বিকাল থেকে রুবেল ও কথিত চিকিৎসক রাশেদুল ইসলাম গন্ডা এলাকার পাহারপুর ঈদগাহ মাঠে প্রতারণার মাধ্যমে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছিলেন।
খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা আয়ুর্বেদিক জাতীয় কিছু ওষুধ জব্দ করা হয়। পরে তাদেরকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আল ইমরান রুহুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ওসি জানান, বিচারক দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেন এবং বিচার শেষে তাদের কারাগারে পাঠানো হয়। ইউএনবি।
Leave a Reply